AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে শিক্ষক বরখাস্ত


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৪:৫৬ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে শিক্ষক বরখাস্ত

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক শহীদুল ইসলামকে দুই মাসের জন্য বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকালে ঝিট্কা বাজারে নিজস্ব কোচিং সেন্টারে বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শহীদুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকারও করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সম্মানের পরিপন্থী অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিন কার্যদিবসের মধ্যে উপযুক্ত প্রমাণসহ জবাব দিতে বলা হলেও তার ব্যাখ্যা সন্তোষজনক হয়নি। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দুই মাসের জন্য বরখাস্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, নীতি-নৈতিকতাবিহীন এমন শিক্ষককে সাময়িক নয়, স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত। যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধে জড়ানোর সাহস না পায়।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয় থেকে বরখাস্তের কোনো চিঠি আমি এখনো পাইনি।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার জানান, “অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে শহীদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিদ্যালয় থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, “বিষয়টি এখনো জানি না। খোঁজ নিয়ে দেখছি।”

 

একুশে সংবাদ/ম্ফ.প্র/এ.জে

Link copied!