মদনে ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
আরিফুল ইসলাম দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। পুলিশের মতে, তিনি গাইবান্ধার ২০১৩ সালের ডাকাতি মামলার আসামি, যার জন্য গাইবান্ধা আদালত ওয়ারেন্ট জারি করে। মদন থানার পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল।
ওসি মোঃ শামসুল আলম শাহ্ জানান, আরিফুল ইসলাম ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেফতার হন এবং ২০২৩ সালে ৮ বছরের কারাদণ্ড পান। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে। আগামীকাল তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে