এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে বড় জয়ের সমীকরণ সামনে রেখেই মাঠে নামে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লিটন দাসের দল। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন ওপেনার তানজিদ তামিম, তার ব্যাট থেকে আসে ৫২ রান।
ইনিংসের শুরুতে সাইফ হাসান ও তানজিদ ধীরে খেললেও পরের দিকে হাত খুলে খেলে পাওয়ারপ্লেতে উইকেট না হারিয়ে ৫৯ রান যোগ করেন। তবে পাওয়ারপ্লে শেষে রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ (৩০)। তিনে নামা লিটন দাসও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, নুর আহমেদের বলে ৯ রানে আউট হন তিনি।
অন্য প্রান্তে সেট হয়ে যাওয়া তানজিদ ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তবে বড় ইনিংসের সুযোগ হাতছাড়া করেন এই ওপেনার, ৩১ বলে ৫২ রান করে আউট হন বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে।
মধ্য ওভারে শামীম পাটোয়ারী (১১) ও তাওহীদ হৃদয় (২৬) ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে জাকের আলীর ১৪ ও নুরুল হাসান সোহানের অপরাজিত ১২ রানে ভর করে দলীয় সংগ্রহ পৌঁছে ১৫৪ রানে।
আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নুর আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া আজমাতুল্লাহ ওমরজাই পান একটি সাফল্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

