এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচে ভারত আবারও সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ে নামলেও পাকিস্তানকে চেপে ধরে জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবরা। ব্যাটিং ব্যর্থতার দিনে শেষদিকে শাহিন আফ্রিদির ছোট ঝড়ের ইনিংসে ভর করে ১২৭ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে দলটি। জবাবে সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা ও তিলক ভার্মার ব্যাটে ভর করে ভারত ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় পাকিস্তান। সাইম আয়ুব ও মোহাম্মদ হারিস দ্রুত সাজঘরে ফিরলে চাপ বাড়ে। খানিকটা লড়াই করেন শাহিবজাদা ফারহান (৪০) এবং শেষদিকে ঝড়ো ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি (১৬ বলে অপরাজিত ৩৩)। তবে দলকে বড় স্কোর এনে দিতে ব্যর্থ হন বাকিরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানে থামে পাকিস্তানের ইনিংস।
লক্ষ্য তাড়ায় ভারত শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। শুভমন গিল দ্রুত আউট হলেও অভিষেক শর্মা ঝোড়ো ব্যাটিংয়ে (১৩ বলে ৩১) পাকিস্তানি বোলারদের চাপে রাখেন। পরে অধিনায়ক সূর্যকুমার যাদব (অপরাজিত ৪৭) ও তিলক ভার্মা জুটি বেঁধে ম্যাচ শেষ করে দেন। ভারত জয় পায় ১৫.৫ ওভারে।
পাকিস্তানের হয়ে সাইম আয়ুব একাই তিন উইকেট নেন, তবে ব্যাট হাতে ব্যর্থতার কারণে সেই অর্জন দলের কাজে আসেনি।
এই জয়ে গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে পৌঁছে গেল ভারত।
একুশে সংবাদ/এ.জে