লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরী (১৪) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি জয় কুড়ি (২৫)কে ২০ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় সদর উপজেলার জুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ১১টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়ার বাড়ীর ছেলে। ১৫ আগস্ট রাতে কিশোরীর বাবা মনির হোসেন জয় কুড়িসহ তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
আসামি জয় কুড়ি দাবি করেন, মেয়েটির বাবা মাদক ব্যবসায়ী এবং মেয়েটির সঙ্গে তার দৈহিক মেলামেশা মেয়ের সম্মতিতে হয়েছে। তবে এ অভিযোগটি ভুক্তভোগীর পরিবার অস্বীকার করেছে।
স্থানীয় সূত্র জানায়, জয় কুড়ি মা-বাবার অবাধ্য হয়ে স্বর্ণ ব্যবসার আড়ালে বন্ধুদের সঙ্গে মাদক সেবন করতো এবং তরুণী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশের চেষ্টা করতো। অভিযুক্ত ১৪ আগস্ট কিশোরীকে তাদের বাসার সামনে থেকে তুলে কক্সবাজার নিয়ে যায়, তিন দিন সেখানে রাখার পর লক্ষ্মীপুরে একটি বাসায় চার দিন রেখে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপর কিশোরী বুঝতে পেরে চিৎকার করলে তাকে রায়পুরের মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে দেওয়া হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, “ধর্ষণের ঘটনায় জয় কুড়িসহ তার ভাই ও মা-বাবাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মূল আসামি জয় কুড়িকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
পূর্ব ঘোষণা অনুযায়ী, জয় কুড়িকে গ্রেপ্তারের দাবিতে গত দুই দিন ধরে সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ আন্দোলন চালাচ্ছিলেন।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে