এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল পাকিস্তান। তবে হঠাৎ করেই ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৩ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয় তারা। সব মিলিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৬ রানে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) ইনিংসের শুরুতে ওপেনার শাহিবজাদা ফারহান (৩৮ বলে ৫৭) ও ফখর জামান (৩৫ বলে ৪৬) যোগ করেন ৮৪ রান। কিন্তু জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান।
ভারতের হয়ে কুলদীপ যাদব একাই নিয়েছেন ৪ উইকেট। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ পেয়েছেন ২টি করে উইকেট। পাকিস্তানের ফারহান, ফখর ও সাইম আইয়ুব ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
একুশে সংবাদ/এ.জে