সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেফতার করে। পরে নরসিংদীর একটি হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার অভিযুক্ত হিসেবেই তিনি সম্প্রতি গ্রেফতার হন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। শিল্পমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত।
একুশে সংবাদ/এ.জে