দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তদশ এশিয়া কাপের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এর মধ্য দিয়ে নবমবারের মতো এশিয়ার সেরা হলো তারা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল পাকিস্তান। ১১.২ ওভারে দলীয় স্কোর তিন অঙ্কে পৌঁছালেও হঠাৎ ধস নামে তাদের ব্যাটিং লাইনে। নির্ধারিত ২০ ওভারের আগেই ১৪৬ রানে অলআউট হয় তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে চাপে পড়ে। অভিষেক শর্মা (৫), সূর্যকুমার যাদব (১) ও শুভমান গিল (১২)—শুরুতেই ফিরিয়ে দেন পাকিস্তানি বোলাররা। দলীয় সংগ্রহ ২০ রানের মধ্যেই হারায় ৩ উইকেট।
এমন সময়ে হাল ধরেন তরুণ ব্যাটার তিলক ভার্মা। সঞ্জু স্যামসনের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। স্যামসন ব্যক্তিগত ২৪ রানে ফিরলেও তিলক ইনিংস গড়ে তোলেন আত্মবিশ্বাসের সঙ্গে।
চাপের মুহূর্তে হারিস রউফের এক ওভার থেকে ১৭ রান তুলে ভারতকে এগিয়ে নেন তিলক। ৪১ বলে তুলে নেন অর্ধশতক। শেষদিকে শিবম দুবের সঙ্গে তার ৬০ রানের জুটি ভারতের জয়কে সহজ করে তোলে।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। চার ও ছক্কায় তিলক ম্যাচ শেষ করেন হাতে ২ বল রেখেই। ব্যক্তিগত ফিফটিতে ভর করে তিনিই হয়ে ওঠেন ভারতের জয়ের নায়ক।
উল্লেখ্য, যেকোনো ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জয় এসেছিল ভারতের হাতেই ২০২২ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে পরপর আট ম্যাচে জয়ধারা অব্যাহত রাখল ভারত।
একুশে সংবাদ/এ.জে