AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:২৫ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত বোলিং উপহার দিলেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের শুরু থেকেই নিয়ন্ত্রিত আক্রমণে ডাচ ব্যাটারদের চাপে রাখেন তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৩৬ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৩৭।

বাংলাদেশের হয়ে সবচেয়ে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। মুস্তাফিজুর রহমান ছিলেন যথেষ্ট মিতব্যয়ী, নিয়মিত চাপ ধরে রেখেছেন তিনি।

টস হেরে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস ইনিংসের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শরিফুল ইসলামের ব্যয়বহুল প্রথম ওভারের পর বল হাতে আক্রমণে এসে ইনিংসের চতুর্থ ওভারেই ম্যাক্স ও’ডাউডকে ফিরিয়ে দেন তাসকিন। এরপর অষ্টম ওভারে ফের ভিক্রমজিত সিংকে আউট করেন তিনি।

দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসানও বল হাতে ঝলক দেখান। আক্রমণে এসেই এক ওভারে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তার শিকার হয়েছেন স্কট এডওয়ার্ডস (১২) ও তেজা নিদামিনুরু (২৬)।

একপর্যায়ে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। পরের ব্যাটাররা ইনিংস বড় করতে ব্যর্থ হন। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৬/৮।

এখন ম্যাচ জিততে বাংলাদেশের সামনে অপেক্ষাকৃত সহজ সমীকরণ— ১৩৭ রানের লক্ষ্য।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!