পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৭তম উরস শরিফ উপলক্ষে বোয়ালখালীতে বর্ণাঢ্য র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন করে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী ও শাখাসমূহ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় একটি কমিউনিটি সেন্টার থেকে র্যালির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য আলহাজ্ব নুরুল করিম নুরু এবং সঞ্চালনা করেন বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী আরেফিন রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য আলহাজ্ব আবদুল আজিজ ভাণ্ডারী, সাবেক সমন্বয়কারী নুরুল হক ফকির, নুরুল ইসলাম অডিটর, সৈয়দুর রহমান, আনোয়ারা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম, তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাবেক সভাপতি এইচ আর মেহবুব জিকো, সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়কারী ও র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মোস্তাফা কামাল, সমন্বয়কারী জানে আলম জাহাঙ্গীর, ফরিদ আহমদ, আলী আকবর, রেজাউল করিম রুবেল, নুরুল ইসলাম, ফারুক আজম, মিজানুর রহমান, বোয়ালখালী তাজকিয়ার সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক ইয়াসিন মোহাম্মদ আসিফ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, “মাইজভাণ্ডারী তরিকা মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একটি তরিকা। এর উদ্ভাবক ছিলেন রাসুল (সা.)-এর পবিত্র বংশধর, যিনি বিশ্বে শান্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। তাঁর উত্তরসূরী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-ও মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। বর্তমানে তাঁর উত্তরসূরী হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে মানবতার খেদমতে কাজ করে যাচ্ছেন।”
একুশে সংবাদ/এ.জে