AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৪ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে নতুন মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এবার দলে নেই। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক। লিটনের বাঁ পাশের অ্যাবডোমিনাল মাংসপেশিতে আঘাত ধরা পড়ায় পুনর্বাসনে রাখা হয়েছে তাকে।

দলে নতুন মুখ না থাকলেও পরিবর্তন হিসেবে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপে তিনি ছিলেন না, তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

শারজাহতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজ। ম্যাচগুলো হবে ২, ৩ ও ৫ অক্টোবর। বিশ্বকাপের আগে এই সিরিজকেই বড় প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ দল।

ঘোষিত স্কোয়াড: জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!