ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আব্দুল মালেক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় এর ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এ ঘটনায় ঈশ্বরদী-ঢাকা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একতা এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন মাঝগ্রাম ও চাটমোহর স্টেশনে আটকে আছে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
দুর্ঘটনার পরপরই বিষয়টি পাকশী রেলওয়ে বিভাগকে জানানো হয়। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে এবং দ্রুত লাইন সংস্কারের কাজ শুরু হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে