মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাসরত হাজারো কুয়েতি নাগরিক ও প্রবাসী বর্তমানে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। আকস্মিকভাবে জারি হওয়া এ সিদ্ধান্তের ফলে বিমানবন্দরে ভ্রমণকারীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর দ্য আরব টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব ব্যক্তির নামে ঋণ, ব্যাংক লোন, বকেয়া বিল বা অন্য কোনো আর্থিক দায়-দায়িত্ব রয়েছে, তাদের দেশ ছাড়তে দেওয়া হচ্ছে না। এতে প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ নাগরিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই টিকিট ও ভিসা প্রস্তুত থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে ফেরত যাচ্ছেন।
কুয়েতের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ছাড়ার আগে প্রত্যেককে আর্থিক দায়মুক্ত থাকতে হবে। অর্থাৎ বকেয়া বিল, ঋণ বা জরিমানা পরিশোধ না করলে দেশত্যাগ অসম্ভব হবে। সরকারের উদ্দেশ্য হলো ঋণ খেলাপিদের চাপে ফেলা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা।
এই আকস্মিক ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে প্রবাসী সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকে ছুটি বা পারিবারিক কারণে দেশে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন।
একুশে সংবাদ/এ.জে