এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান মুখোমুখি। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে এবারই প্রথম ফাইনালে দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। এবারের আসরে এখন পর্যন্ত পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক, অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। তবে ক্রিকেটবিশ্ব জানে—ফাইনালে আলাদা রূপ নেয় পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপ কিংবা ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপই তার বড় প্রমাণ।
চলতি আসরে ইতোমধ্যেই দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। দুই ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে ভারত। ফলে ফাইনালে পাকিস্তান কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ভারতের কাছে তৃতীয়বারের মতো হার মানবে—সেটিই এখন কোটি দর্শকের প্রত্যাশার কেন্দ্রবিন্দু।
একুশে সংবাদ/এ.জে