AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৭ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে দুই দফায় বৃষ্টি হয়। ডিএল মেথড অনুযায়ী ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো, কিন্তু বৃষ্টি সেই সুযোগ দেয়নি।

ফলস্বরূপ, ম্যাচটি অফিসিয়ালি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং বাংলাদেশ ২-০তে সিরিজ জয় নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৮ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক লিটন দাস। ওপেনিং জুটি হিসেবে লিটন দাস ও সাইফ হাসান ব্যাটিং শুরু করেন। লিটন ৪৬ বলে ৭৩ রান করেন, আর সাইফ ৮ বলে ১২ রান করেন।

মধ্য ইনিংসে তাওহিদ হৃদয় ১৪ বলে ৯ রান এবং শামিম হোসেন ১৯ বলে ২১ রান সংগ্রহ করেন। শেষ দিকে নুরুল হাসান সোহান ১১ বলে অপরাজিত ২২ এবং জাকের আলি ১৩ বলে অপরাজিত ২০ রান করেন।

বাংলাদেশ আগের দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয়ী হয়ে সিরিজ নিজেদের করেছে। নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় নতুন জুটির ব্যাটিং দেখা গেছে। লিটনের ব্যাটে শুরুতে ঝড়ের মতো ইনিংস হয়, তবে বৃষ্টির কারণে রান তুলতে কিছুটা বেগ পেতে হয়। শেষ দিকে নুরুল সোহান ও জাকের আলি দ্রুত রান তুলার চেষ্টা করেন।

নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলার সুযোগ না হওয়ায় ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। বাংলাদেশ এবার হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজ জয় নিশ্চিত করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!