রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন– সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
পুলিশ জানায়, স্থানীয় একটি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সেনাবাহিনী প্রথমে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করে। ভুক্তভোগী সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর তার প্রতিষ্ঠানে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদ ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা আদায় করে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা পরে আবারও টাকা দাবি করে এবং সেই অনুযায়ী রবিবার রাতে বসিলা আবাসিক এলাকায় ডেকে নেয় মালিককে। এ সময় সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগের প্রমাণ হিসেবে একটি অডিও রেকর্ডও উপস্থাপন করা হয়। যদিও অভিযুক্তরা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে।
এ ঘটনায় হাসপাতাল মালিক মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম রাব্বির বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজির আরেকটি মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর শাখার সাবেক আহ্বায়ক ছিলেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে