AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবার আর্জেন্টিনা দলে ফেরার স্বপ্ন দেখছেন রোমেরো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১২ পিএম, ৪ জুন, ২০২৪
আবার আর্জেন্টিনা দলে ফেরার স্বপ্ন দেখছেন রোমেরো

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার গোলকিপার সার্জিও রোমেরো জাতীয় দলের বাইরে রয়েছেন। কনুইয়ের ইনজুরিতে পড়ে সেই যে দল থেকে ছিটকে গেলেন, আর ফিরতেই পারলেন না রোমেরো। বয়স হয়ে গেছে ৩৭, তারপরও জাতীয় দলে ফেরার আশা বাদ দিচ্ছেন না রোমেরো। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা এই গোলরক্ষক নিজেকে সেরা অবস্থানে নিয়ে গিয়ে ফের জাতীয় দলে ফিরতে কাজ করে যাচ্ছেন। 

How Argentina goalkeeper Sergio Romero went from zero to hero - Yahoo Sports

২০২২ সালে বোকা জুনিয়র্সে যোগ দেয়ার পর নিজেকে দলের এক নম্বর গোলরক্ষক বানিয়েছেন রোমেরো। ইউরোপের দীর্ঘ ক্যারিয়ার শেষ করে জেনেইজি শিবিরে যোগ দেয়া রোমেরো বোলাভিপকে এক সাক্ষাৎকারে জানান, আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, ‍‍`আমি এই ৩৭ বছর বয়সেও এটার (জাতীয় দলে ফেরার) ব্যাপারে ভাবছি। আমি স্বপ্ন দেখি এবং আমার সেরাটা দিয়ে অনুশীলন করি, যাতে বোকা(জুনিয়র্স) ভালো করে এবং আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে পারি।‍‍`

FIFA World Cup - Argentina goalkeeper Sergio Romero saves Wesley Sneijder‍‍`s  penalty kick. | Facebook

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষক আলবিসেলেস্তেদের প্রতি তার আবেগের কথা প্রকাশ করতে গিয়ে বলেন, ‍‍`আমি সবসময় কই কথা বলে আসছি: এটাই সেই জায়গা যেটাকে আমার ঘর মনে হয়। এটা এই জায়গা যেখানে আমি থাকতে চেয়েছি কারণ আমি এই সব মানুষকে চিনি যারা আর্জেন্টিনা জাতীয় দলের চারপাশে আছে এবং তাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক, তাদের সবার সঙ্গেই আমার সময় কেটেছে এবং আমার মনে হয়, তারা আমার পরিবারেরই অংশ। আমি অনুভব করি, আমি তাদের সঙ্গে থাকতে চাই, এই যাত্রায় তাদের সঙ্গী হতে চাই, যতদিন না অবসর নিচ্ছি।‍‍`

Chiquito Romero reveló sus tips para atajar penales y la clave para  eliminar a Racing - ESPN

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক হিসেবে গোলপোস্ট সামলান রোমেরো। ফরাসি ক্লাব মোনাকোর হয়ে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পেলেও তার ওপর ভরসা রেখেছিলেন তৎকালীন কোচ আলেসান্দ্রো সাবেয়া। সেই বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেন তিনি। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এছাড়াও তিনি আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার আসরেও খেলেছেন।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!