AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জাতীয় ফুটবল দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জাতীয় ফুটবল দল

নানা শঙ্কা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে তারা কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পৌঁছায়।

বিশেষ বিমানে ফেরার নিশ্চয়তা মেলার পর সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা। সকাল ১১টার মধ্যে তারা সব আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

বাংলাদেশ দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল। এর মধ্যে প্রথম ম্যাচটি ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। তবে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সরকারের পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।

রাজনৈতিক সংকটের কারণে ফুটবলাররা টানা তিন দিন হোটেলে অবস্থান করতে বাধ্য হন। এ সময় বিক্ষুব্ধ জনতা টিম হোটেলে প্রবেশের চেষ্টা করেছিল। তবে হোটেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয় যে, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি অবস্থান করছেন না। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!