আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক জাকার আলি বলেন, “আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। আমরা ভালো খেলছি এবং ভালো মানসিকতা ধরে রেখেছি। তারা বিশ্বমানের স্পিনারদের দল, তাই আমাদের আগ্রাসী হতে হবে।”
অন্যদিকে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, “উইকেট প্রথম দিকে ভালো থাকবে, তবে পরে কিছুটা কঠিন হবে। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ভালো পারফরম্যান্স প্রয়োজন।”
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকার আলি (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তানের একাদশ: সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ওয়াফিউল্লাহ তারাকিল, দারবিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আব্দুল্লাহ আহমাদজাই, মুজিব উর রহমান, বাশির আহমদ।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।
একুশে সংবাদ/এ.জে