AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
০৩:৪৬ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

তারাকান্দায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর জামাল উদ্দিন স্থানীয় মাদরাসায় পড়ুয়া মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে আটকিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলেন— নলচাপড়া গ্রামের ইছমাহিলের ছেলে কছিম উদ্দিন (৫৫) ও মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত জামাল উদ্দিন এলাকায় জনপ্রিয় ব্যক্তি ছিলেন এবং তার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মাদরাসার জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই ইউপি সদস্য জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!