কিশোরগঞ্জে দেশের জনপ্রিয় কাচ্চি ব্র্যান্ড ‘কাচ্চি ভাই’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের স্টেশন রোডে বকুল টাওয়ারে উদ্বোধন করা হয় রেস্টুরেন্টটির নতুন শাখা, যা দেশের ৩৭তম শাখা।
এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনের দিন থেকেই বিক্রয় কার্যক্রম শুরু হয়ে কিশোরগঞ্জবাসীর ভিড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
কাচ্চি ভাইয়ের কর্তৃপক্ষ জানান, “আমাদের লক্ষ্য দেশের প্রতিটি জেলায় কাচ্চি ভাইয়ের স্বাদ পৌঁছে দেওয়া। কিশোরগঞ্জে নতুন শাখা চালুর মাধ্যমে আমরা এখানকার মানুষকে বিশ্বমানের খাবার ও আরামদায়ক পরিবেশ উপহার দিতে চাই। মানের বিষয়ে আমরা আপসহীন। একবার যারা কাচ্চি ভাইয়ের স্বাদ নেবেন, বারবার আসবেন।”
কিশোরগঞ্জ শাখায় রয়েছে কাচ্চি ভাইয়ের পরিচিত স্পেশাল মেনু—হাই-কোয়ালিটি বাসমতি চালের কাচ্চি, বিশেষ মাটন, চিকেন ও অন্যান্য আইটেম। পরিবার ও বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশে খাবারের সুযোগ থাকায় ইতোমধ্যেই শহরের ভোজনরসিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে বড় মানের রেস্টুরেন্টের অভাব ছিল। ‘কাচ্চি ভাই’ শাখা চালুর মাধ্যমে সেই শূন্যতা পূরণ হলো।
একুশে সংবাদ/এ.জে