আসন্ন ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসেছেন লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরী।
রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তাকে দলের ক্যাম্পে নিয়ে যান।
বাংলাদেশের জার্সি গায়ে এটি হতে যাচ্ছে হামজা চৌধুরীর দ্বিতীয় আন্তর্জাতিক সফর। ইউরোপ থেকে সরাসরি এসে তিনি এখন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটিকে সামনে রেখে কোচ ও টিম ম্যানেজমেন্ট এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
একুশে সংবাদ/এ.জে