AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৩৭ এএম, ৬ অক্টোবর, ২০২৫

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিভিন্ন নাটকীয়তা, প্রার্থী প্রত্যাহার ও বয়কটের মধ্য দিয়ে অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়।

সকালের পর থেকেই প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ভোটকেন্দ্র। তবে ভোটের আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও এক প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি–২) থেকে ফায়াজুর রহমান ভূঁইয়া শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করেন। এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদও প্রার্থীতা থেকে সরে গেলেও ব্যালটে তাদের নাম রয়ে গেছে।

অন্যদিকে, আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুনভাবে এই ক্যাটাগরিতে যুক্ত হয়েছেন। ফলে এখন ক্লাব ক্যাটাগরিতে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

বিভাগীয় ক্যাটাগরিতে (ক্যাটাগরি–১) মোট ১০টি পদের মধ্যে ৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি–৩) থেকেও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫৬ জন। এর মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই–ব্যালটের মাধ্যমে।

এক নজরে বিসিবি নির্বাচন ২০২৫:

  • ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ): মোট ভোটার ৩৫, ই–ব্যালট ১৯

  • ক্যাটাগরি–২ (ক্লাব): মোট ভোটার ৭৬, ই–ব্যালট ৩৪

  • ক্যাটাগরি–৩ (বিশেষ সংস্থা): মোট ভোটার ৪৫, ই–ব্যালট ৫

  • মোট ভোটার: ১৫৬ জন, ই–ব্যালট: ৫৮ জন

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে আজ সন্ধ্যাতেই ঘোষিত হবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!