আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা। ২০১৮ সালে ভারতের দেরাদুনে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পাঁচ বছর পর একই ফরম্যাটে প্রতিপক্ষকে সেই প্রতিশোধ নিল বাংলাদেশ।
রবিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানরা। ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই তারা হারায় দুই ওপেনার—রহমানুল্লাহ গুরবাজ (১২) ও ইব্রাহিম জাদরান (৭)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
তবে মাঝের দিকে কিছুটা প্রতিরোধ গড়েন দারবিশ রাসুলি, ২৯ বলে ৩২ রান করেন তিনি। শেষদিকে মুজিব উর রহমানের ১৮ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দলটি কোনোভাবে একশো পার করে।
বাংলাদেশের বোলাররা পুরো ইনিংসে ছিলেন শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর। মোহাম্মদ সাইফউদ্দিন মাত্র ১৫ রান খরচায় নেন ৩ উইকেট। তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ নেন ২টি করে, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন সাইফ হাসান। ৩৮ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ওপেনার তানজিদ হাসান তামিম করেন ৩৩ রান, নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ১০ রানে।
আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান নেন ২ উইকেট, আজমাতুল্লাহ ও আবদুল্লাহ আহমেদজাই নেন ১টি করে উইকেট।
ম্যাচের সারসংক্ষেপ
আফগানিস্তান: ১৪৩/৯ (২০ ওভার)
বাংলাদেশ: ১৪৪/৪ (১৮ ওভার)
ফলাফল: বাংলাদেশ জয়ী ৬ উইকেটে
ম্যাচ সেরা: সাইফ হাসান (৬৪* রান)
এই জয়ের মাধ্যমে নতুন অন্তর্বর্তী কোচিং স্টাফের অধীনে সিরিজ জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানের এই ‘বাংলাওয়াশ’ টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে পরবর্তী আন্তর্জাতিক সিরিজের আগে।
একুশে সংবাদ/এ.জে