AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৭ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা প্রক্রিয়া অবশেষে আনুষ্ঠানিক রূপ পেল। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এ নির্বাচন। ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভোটের রোডম্যাপ।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনের কার্যক্রম। এরপর ধাপে ধাপে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই, আপিল শুনানি এবং প্রার্থিতা প্রত্যাহারের সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

এক নজরে বিসিবি নির্বাচনের সময়সূচি

  • ২০ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ

  • ২১ সেপ্টেম্বর দুপুর ১টা: আপত্তি দাখিলের শেষ সময়

  • ২১ সেপ্টেম্বর বিকেল ৪:৩০টা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • ২২-২৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ

  • ২৫ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদান

  • ২৬ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

  • ২৭ সেপ্টেম্বর: আপিল ও শুনানি

  • ২৮ সেপ্টেম্বর: প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ

  • ২৮ সেপ্টেম্বর: ডাক ও ই-ব্যালট বিতরণ

  • ৪ অক্টোবর: ভোটগ্রহণ ও প্রাথমিক ফলাফল ঘোষণা

  • ৫ অক্টোবর: চূড়ান্ত ফল প্রকাশ

১৭১ জন কাউন্সিলরের ভোটে গঠিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। এর মধ্যে ঢাকার ক্লাবগুলো থেকে থাকবেন ৭৬ জন প্রতিনিধি। বোর্ডের মোট ২৫ পরিচালকের মধ্যে ১২ জন আসবেন ক্লাব ক্রিকেট থেকে এবং বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসবেন ১০ জন। নির্বাচিত পরিচালকেরাই পরবর্তীতে সভাপতি নির্বাচন করবেন।

এবারের নির্বাচনে আগেভাগেই প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। পরিচালক পদে লড়াইয়ে নামছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শক্ত অবস্থানে রয়েছেন। পাশাপাশি সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনা চলছে। ফলে সভাপতি পদে হতে পারে হেভিওয়েট দ্বন্দ্ব।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে বোর্ডের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারিত হবে—এখন সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!