শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করেছে আফগানিস্তান। ফলে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানরা। ইনিংসের ৪ ওভারের মধ্যেই তারা হারায় দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (১২) ও ইব্রাহিম জাদরানকে (৭)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
তবে মাঝের দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন দারবিশ রাসুলি, যিনি ২৯ বলে ৩২ রান করেন। শেষদিকে মুজিব উর রহমান ১৮ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে একশো পার করতে সহায়তা করেন।
বাংলাদেশের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। সাইফউদ্দিন সর্বোচ্চ ৩ উইকেট নেন মাত্র ১৫ রান খরচে।
তানজিম হাসান সাকিব ও নাসুম নেন ২টি করে উইকেট, শরিফুল ইসলাম ১ উইকেট, রিশাদ হোসেন নেন ১টি উইকেট।
আফগানিস্তানের ইনিংসে মোট ১২ রান আসে অতিরিক্ত হিসেবে।
একুশে সংবাদ/এ.জে