AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শেরপুরে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৩:৫১ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শেরপুরে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও স্থানীয় জনগণের মাঝে ১৬ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর বাস্তবায়নাধীন “বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচি”র অংশ হিসেবে সোমবার দুপুরে শ্রীবরদী সরকারি নার্সারি প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর।

এ সময় শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো. আব্দুল্লাহ রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত চারার মধ্যে ছিল—আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেড়া, আমলকি, হরিতকি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অড়বড়ই, চাপালিশ, পলাশ, শিমুল, গর্জন, গাদিলা ও অর্জুনসহ নানা প্রজাতির গাছ।

বন বিভাগ জানায়, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই বনায়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!