AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উদিনেসের কাছে হেরে পিছিয়ে গেল জুভেন্টাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
উদিনেসের কাছে হেরে পিছিয়ে গেল জুভেন্টাস

সোমবার সিরি-এ লিগে উদিনেসের কাছে ঘরের মাঠে ১-০ গোলের হতাশাজনক পরাজয় বরণ করেছে জুভেন্টাস। এর ফলে টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলান এক ম্যাচ হাতে রেখে সাত পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে।তুরিনের আলিয়াঁজ এরেনাতে ২৫ মিনিটে লটারো গিয়ানেত্তির গোলে এগিয়ে যায় সফরকারী উদিনেস। বাকি সময়ে আর সেই গোল পরিশোধ করতে পারেনি  তুরিনের জায়ান্টরা। আর্জেন্টাইন ডিফেন্ডার গিয়ানেত্তি গত মাসে উদিনেসে যোগ দেবার পর এটাই তার প্রথম গোল। এবারের মৌসুমে এনিয়ে মাত্র তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করলো টেবিলের ১৫তম স্থানে থাকা উদিনেস।

রেলিগেশন জোন থেকে মাত্র তিন পয়েন্ট উপরে রয়েছে গাব্রিয়েলে সিওফির দল। গত সপ্তাহে ইন্টারের কাছে পরাজয়ের পর লিগে এটি জুভেন্টাসের টানা দ্বিতীয় পরাজয়।

জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, ‘দূর্ভাগ্যবশত : এই মুহূর্তে এটি আমাদের সেরা সময় না। আমাদের নিজেদের মনোযোগ ফিরিয়ে আনতে হবে। কারন চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে হলে এখনো আমাদের অনেক পয়েন্ট সংগ্রহ করা বাকি আছে।’

কাল ইনজুরির কারনে জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি তারকা স্ট্রাইকার ডুসান ভøাহোভিচ। যে কারনে পুরো ম্যাচে খুব বেশী সুযোগও তারা তৈরী করতে পারেনি। বাজে পারফরমেন্সের কারনে ঘরের মাঠের সমর্থকদের কাছে দুয়ো ধ্বনিও শুনতে হয়েছে। সিরি-এ লিগের শিরোপা জয়ের স্বপ্নও ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। কর্ণার থেকে ৬০ মিনিটে আরকাডিয়াস মিলিক জুভেন্টাসের হয়ে সমতা ফিরিয়েছিলেন। কিন্তু ফেডেরিকো চিয়েসার ক্রসটি আগেই অফসাইড পজিশন হওয়ায় তা বাতিল হয়ে যায়।

আলেগ্রির দলের ঘরের মাঠের প্রথম পরাজয় এমন একটি সময় এলো যখন ইন্টার বেশ ভাল সময় পাড়ি দিচ্ছে। শনিবার রোমাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে ইন্টার। আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু কঠিন ম্যাচ খেলতে মাঠে নামবে ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ এ্যাথলেটিকো মাদ্রিদ। এছাড়া লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা আটালান্টার সাথেও মাঠে নামতে হবে।

এদিকে রোববার নাপোলিতে ১-০ গোলে পরাজিত করে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকা এসি মিলানও জুভেন্টাসের ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে।

একুশে সংবাদ/এস কে

Link copied!