জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে নৈশপ্রহরী দায়িত্বে থাকা সত্ত্বেও প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা বিভিন্ন নথিপত্র রাখা পাঁচটি আলমারির তালা ভেঙে ফেলে। তবে কী কী চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার মো. মহসীন উদ্দিন আহমেদ জানান, “অফিসে সিসি ক্যামেরা স্থাপন করা আছে এবং প্রহরীও দায়িত্বে ছিলেন। তবুও কীভাবে চোর ভিতরে প্রবেশ করলো, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কী চুরি হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
তিনি আরও জানান, “চোরেরা অফিসের ভেতরে থাকা পাঁচটি আলমারির তালা ভেঙেছে। কোনো গুরুত্বপূর্ণ নথি বা মালামাল নিখোঁজ হয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।”
অফিসের নৈশপ্রহরী আব্দুল ওয়াহাব মুঠোফোনে বলেন, “আমি প্যারালাইজড রোগী। গতরাতে অফিসে ছিলাম না, আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। কীভাবে চুরি হয়েছে, আমি জানি না।”
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, “সাব-রেজিস্ট্রার অফিসে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে