খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সেনা সূত্র আরও জানায়, পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।
একুশে সংবাদ/এ.জে