ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভবানীপুর বাজার বণিক সমিতি নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এই নির্বাচনে ১১টি পদে মোট ১৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ৫৫৪ জন, যার মধ্যে ৫২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অপদত্ত ও বাতিল ভোটের সংখ্যা ২৯।
সভাপতি: মো. আরিফুজ্জামান লেবু (চেয়ার) ২১৬ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জয়লূন হক (আনারস) ১৫৮ ভোট পেয়েছেন।সহ-সভাপতি: মো. মহসিন প্রামাণিক (ঘড়ি) ২৫৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সম্রাট হোসেন (কুলা) ২৫৩ ভোট।সাধারণ সম্পাদক: মো. আলমগীর হোসেন (মোরগ) ৩৫৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাকিল খাঁন (মাছ) ১৫৪ ভোট।সহ-সাধারণ সম্পাদক: মো. জুয়েল মন্ডল (আম) ২৪৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওয়াজেদ আলী প্রাং লিটন (গরুর গাড়ি) ২৪৪ ভোট।বাকি ৭টি পদে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটাররা জানিয়েছেন, এবারের নির্বাচন পূর্বের নির্বাচনের তুলনায় অনেক বেশি সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা ফলাফলে সন্তুষ্ট।
উপজেলা সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভবানীপুর বণিক সমিতি আহ্বায়ক এস. এম. মামুনুর রশীদ বলেন, “প্রশাসনের সহযোগিতা, আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহায়তায় উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
প্রিজাইডিং কর্মকর্তা, জি.এস. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুর রহমান সোমবার সন্ধ্যা ৬টায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

