বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। র্যালি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয় চরফ্যাশন আলিয়া মাদ্রাসা মাঠে। এরপর র্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে চরফ্যাশন পৌর এলাকা পরিণত হয় আনন্দ ও উচ্ছ্বাসে মুখর জনসমুদ্রে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে যুবদল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে, চরফ্যাশনের তরুণ প্রজন্ম এখনও বিএনপির আদর্শে উজ্জীবিত।”
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাজী জহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিল্টন, সদস্য রাশেদুল হাসান নয়নসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

