AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন দেশ গড়ে জবাবদিহীতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: সিলেটের বিভাগীয় কমিশনার



নতুন দেশ গড়ে জবাবদিহীতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: সিলেটের বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খা. মো. রেজা-উন-নবী বলেছেন, “জুলাই বিপ্লবের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের স্বাধীনতা পায়নি। আজ আমাদের আত্মমর্যাদাশীল হতে হবে এবং নতুন দেশ গড়ার জন্য নতুনভাবে ভাবতে হবে।”

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “প্রতিবাদ করলে মামলা, নেতৃত্ব দিলে হয় গুম, এমন প্রতিকূলতার সংস্কৃতির সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রতিটি বিনিয়োগ, বাজেট ও অর্থের ব্যবহার জনগণের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

বিভাগীয় কমিশনার বলেন, “ভুল পথে গেলে কখনও সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না। অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন, মিথ্যা দূর করতে সত্য, অন্যায় দূর করতে ন্যায়।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

দিবসটি সিলেট বিভাগীয় কমিশনার বিভিন্ন সরকারি ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন, ভিত্তি প্রস্তর উদ্বোধন এবং সরকারি অফিসসমূহে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যভাবে, তিনি শ্রীমঙ্গল পৌরসভায় দুই তলা ‘মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর নিচতলায় লাইব্রেরি এবং দ্বিতীয় তলায় কফি কর্ণার, বয়স্কদের বিশ্রামাগার ও শিশু-কিশোর পাঠক কেন্দ্র থাকবে। প্রকল্পটির মোট আয়তন তিন হাজার ৯১৯ বর্গফুট, বাজেট ৯৯ লাখ ৩৩ হাজার ৫৫৮ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন জানান, গ্রন্থাগার এবং মিলনায়তনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং এটি শ্রীমঙ্গলবাসীর শিক্ষাকেন্দ্র ও বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!