২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগ ও ১৪ দলের ‘লগি-বৈঠা হামলা’র বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আজিজুর রহমান সরকার স্বপন।
এছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, জনপ্রিয় ইসলামী বক্তা মোস্তফা মাহবুবুল আলম (সাতক্ষীরা), এবং ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওইদিন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতা-কর্মী শহীদ হন এবং সহস্রাধিক কর্মী আহত হন। কেবল পল্টন নয়, সারাদেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। মৃতদেহের ওপর নাচ-গানে মেতে উঠে তারা বর্বর উল্লাসে মাতেছিল—যা বিশ্ব গণমাধ্যমেও প্রচারিত হয়।”
বক্তারা দাবি করেন, এটি ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা, যার বিচার গত ১৯ বছরেও হয়নি। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

