চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা প্রায় ৩ শতাধিক কেজি পচা ইলিশ জব্দ করে মাটি চাপা দেয়া হয়েছে এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংস্থা। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একটি মাছের ট্রলারে নষ্ট পচা ইলিশ পাওয়া যাওয়ায় হেলাল মাঝি (মনপুরা, ভোলা) নামের একজন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
ওই ব্যক্তির পক্ষে মো. মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানা পরিশোধ করেন। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
এ সময় নষ্ট পচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) কেরোসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।
অফিসাররা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

