AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে পদ্মা নদীর ধারে গ্যাসের সন্ধান, আগুন দেখে উৎসুক জনতা


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৮:৩১ পিএম, ২৯ অক্টোবর, ২০২৫

গোদাগাড়ীতে পদ্মা নদীর ধারে গ্যাসের সন্ধান, আগুন দেখে উৎসুক জনতা

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর ধারে গ্যাসের সন্ধান দেখা দিয়েছে। নদীর পানির ভেতর থেকে বুদবুদ উঠছে, আর নদীর পাড়ের বালুর মধ্য থেকেও বুদবুদ বের হচ্ছে। স্থানীয়রা বালুর বুদবুদে জ্বলন্ত দিয়াশলাই ধরলে আগুন জ্বলতে দেখা গেছে। বিষয়টি গ্যাসের কারণে হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদবুদ দেখা যায়। এরপর গভীর রাত পর্যন্ত উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় করেন। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকেই আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নদীর পাড়ে গ্যাসের বুদবুদ ওঠার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তারা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানান, সম্প্রতি নদীর ঠাকুরঘাট এলাকায় নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুভব করেছিলেন যে, পানিতে নামার সময় বুদবুদ ও গ্যাসের চাপের কারণে ওপরের দিকে উঠতে হচ্ছে। তারা ধারণা করছেন, নদীর বুদবুদগুলোও একই ধরনের গ্যাসের কারণে উঠছে।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করলে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালুর বিভিন্ন স্থানে বুদবুদ উঠছে এবং বালুর মধ্য থেকে গ্যাস বের হওয়ার শব্দ শোনা যাচ্ছে।

ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, “নদীর পাড়ে অসংখ্য বুদবুদ উঠছে। এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি গ্যাসের কারণে হচ্ছে কিনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানবেন।”

গোদাগাড়ী ইউএনও ফয়সাল আহম্মেদ বলেন, “সকালে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে বিষয়টি জানানো হয়। এরপর ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছে। তারা একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!