AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবুজ স্বপ্নে দুর্বার — চিতলমারীতে ছাত্রীদের মাঝে ২০০ ফল–ফুলের চারা বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৩:৫৯ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

সবুজ স্বপ্নে দুর্বার — চিতলমারীতে ছাত্রীদের মাঝে ২০০ ফল–ফুলের চারা বিতরণ

পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে বাগেরহাটের চিতলমারী উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ২০০ ফল ও ফুলের চারা তুলে দিয়েছে দুর্বার উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও তরুণ সাংবাদিক মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শোয়েব হোসেন গাজী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক পংকজ, এবং বিদ্যালয়ের সকল ছাত্রী উপস্থিত ছিলেন।

সভাপতি শোয়েব গাজী বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল–ফুল দেয়, পরিবেশ রক্ষা করে— গাছই আমাদের পরম বন্ধু। দুর্বার উন্নয়ন সংস্থা আমাদের ছাত্রীদের হাতে যে চারা তুলে দিয়েছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এ সংস্থার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই— এই স্লোগান বাস্তবায়নে দুর্বার উন্নয়ন সংস্থার আজকের উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রীদের মধ্যে গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হবে।”

দুর্বার উন্নয়ন সংস্থার পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, “আমরা সবসময় সামাজিক কাজ করার চেষ্টা করি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা ও সমাজে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। এই চারা বিতরণ কর্মসূচি সেই প্রয়াসেরই অংশ। সকলের দোয়া চাই, যেন আমরা আরও বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারি।”

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা হাতে হাতে চারা নিয়ে হাসি–আনন্দে ভরে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ। পরিবেশ সচেতনতার এই সুন্দর উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!