AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে টিনবেড়া দিয়ে রাস্তা বন্ধ: অবরুদ্ধ ১০ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপের দাবি


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:৫৮ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

লৌহজংয়ে টিনবেড়া দিয়ে রাস্তা বন্ধ: অবরুদ্ধ ১০ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামে প্রতিবেশীরা টিন ও কাঠের বেড়া দিয়ে বাড়ি থেকে চলাচলের মূল রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ১০টি পরিবার অবরুদ্ধ জীবনযাপন করছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, অন্তত ৫০ বছর ধরে তারা ঐ স্বল্প পথটিই গ্রামবাসীর চলাচলের পথে ব্যবহার করে আসছে। সম্প্রতি পাশের জমির মালিকগণ ব্যক্তিগত সিদ্ধান্তে সেই পথ অবরুদ্ধ করে ফেলায় ওই অঞ্চলের লোকজন বাড়ি থেকে বের হওয়া—প্রতিদিনকার জীবনযাপন—সবকিছুয় দুর্ভোগে পড়েছেন। বহুবার অনুরোধ করেও প্রতিবেশীরা রাস্তা খোলা না থাকায় তারা বাধ্য হয়ে অন্য সরু পথ ব্যবহার করছেন, যা নিরাপদ ও আরামদায়ক নয়।

অবরুদ্ধদের একজন নিহার বেগম (৬৭) বলেন, “প্রশাসনের কাছে অনুরোধ জানাই — মাইরা গেলে যাতে লাশটা বাহির করতে পারে — ততটুকু রাস্তা কইরা দেন।” তিনি আর্তনাদ করে বলেন, “আমরা এখন অসহায়ভাবে জীবনযাপন করছি।”

ভুক্তভোগী মো. মিজান শেখ (মৃত নুরইসলাম শেখের ছেলে) বলেন, “অনেক বছর ধরে আমরা এই রাস্তাটি ব্যবহার করে আসি। প্রতিবেশী মুজাম্মেল গং বেড়িয়েছে, ফলে আমাদের চলাচল বন্ধ হয়ে গেছে। বাড়ি থেকে বের হতে পারছি না; পাশের সরু পথে ভেতরে ঢুকতে হয়, যা কষ্টসাধ্য।”

অপর ভুক্তভোগীরা—দিনমজুর রাসেল শেখ, রাব্বী শেখ, নুর মোহাম্মদ শেখ, আনছার আলি ও খোকন শেখ—বলে, “এই পথ না হলে আমাদের বাড়ি থেকে বের হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। আমাদের অন্য কোথাও জমি বা বাড়ি নেই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—দয়া করে বাড়ি থেকে বের হওয়া গেলে ততটুকু রাস্তা করে দিন।”

রাস্তাটি বন্ধ করা প্রসঙ্গে অভিযুক্ত প্রতিবেশী মুজাম্মেল বেপারী ও মো. কামাল বলেন, “কাগজপত্রে ওই পথে কোনো রাস্তার হক নেই। আগে খোলা ছিল বলে মানুষ ব্যবহার করত—এখন আমরা বেড়া দিয়েছি। যদি পাশের জমির মালিকরা রাস্তা দেন, আমরা দেবো; নাহলে জমির ক্ষতিপূরণ হিসেবে জমি কাটা বা ক্ষতী দাবি করবো।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, সোমবার এই বিষয়ে অভিযোগ পেয়েছি৷ বিষয়টি দেখতে হলদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে ৷ 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!