বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে জামায়াত ও শিবির কর্মীদের ওপর চালানো নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আগামী নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টায় কালাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. মুনছুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংস হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক কালো অধ্যায়। সেই ঘটনায় নিহত শহীদদের স্মরণে এবং অন্যায়ের বিচার দাবিতে আমরা আজ ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
প্রধান অতিথি সরকারের প্রতি আহ্বান জানান, “দমন-পীড়ন নয়, বরং জনগণের মতামত ও অধিকারকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক পথেই দেশের সংকটের সমাধান করতে হবে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলীম ও মোজাফফর হোসেন। বক্তারা দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

