AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা চার দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৯:৫১ পিএম, ২৯ অক্টোবর, ২০২৫

টানা চার দফা কমার পর  আবারও  বাড়ল সোনার দাম

টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। নতুন দাম কার্যকর হলে প্রতি ভরি সোনার মূল্য ফের দুই লাখ টাকার ঘর ছাড়াবে।

বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারে প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ২০ অক্টোবর দেশে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। পরে টানা চার দফায় দাম কমে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নামে। তবে একদিন না যেতেই বাজুস আবারও দাম বাড়ানোর ঘোষণা দিল।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার মূল্য ৪ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার দরপতনের প্রভাব সোনার বাজারে নতুন করে চাপ তৈরি করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!