বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা এবং ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম আহম্মেদের নেতৃত্বে র্যালিটি মোহাম্মদীয়া মডেল হসপিটালের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত পুরো র্যালিপথ যেন পরিণত হয় উৎসবে যেন এটি ছিল গণতন্ত্রপ্রেমী তরুণদের এক মিলনমেলা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। দলের প্রতি যুবদল কর্মীদের অটল আনুগত্য, ত্যাগ ও সংগ্রামী চেতনা আজকের তরুণ সমাজের জন্য এক অনন্য প্রেরণার উৎস।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা শামীম আহম্মেদের গতিশীল নেতৃত্বে ভালুকা উপজেলা যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আসন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার করেন তারা।
উৎসবের পুরো আয়োজনজুড়ে একাত্মতা, ঐক্য ও পরিবর্তনের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে যেন ভালুকার মাটিতে নতুন করে জেগে উঠেছে যুবশক্তির অদম্য অঙ্গীকার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

