AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাণে রক্ষা পেলেন প্রবাসী বাংলাদেশি আরিফ; ১ অপহরণকারী গ্রেফতার


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১১:১৩ এএম, ১৯ অক্টোবর, ২০২৫

প্রাণে রক্ষা পেলেন প্রবাসী বাংলাদেশি আরিফ; ১ অপহরণকারী গ্রেফতার

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে অপহরণ করা টাঙ্গাইলের ব্যবসায়ী আরিফ তালুকদার (বয়স উল্লেখ নেই) অবশেষে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজ দোকান থেকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে তাকে অপহরণ করা হয়েছিল—রোববার (১৮ অক্টোবর) এ তথ্য পাওয়া গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রিটোরিয়ার তার নিজ দোকান থেকে আরিফকে জোরপূর্বক একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে নিয়ে যায়। পরে জানা যায়, জোহানেসবার্গের জিপি থানার কাছাকাছি একটি বাড়িতে তাকে আটক রাখা হয়। ওই বাড়িতে অপহরণকারীরা ব্যাংক কার্ড ব্যবহার করে মোট তিনজন নগদ টাকা তুলতে বেরিয়ে যায়; বাইরে একজন পাহারা দিচ্ছিল।

অবরুদ্ধ রুমে অবস্থানকালে আরিফ ট্যাক্স করে একটি সামান্য ফাঁকা জানালা দেখতে পান। জানালার ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করে তিনি উচ্চ প্রাচীর টপকে নিচে ঝাঁপ দেন। নেমে গেলে পায়ে মারাত্মক আঘাত পান এবং চিৎকার করলে পাশের গ্যারেজে থাকা স্থানীয়রা—যাদের মধ্যে নাইজেরিয়ান ও মালাউই নাগরিকরা ছিলেন—দৌড়ে এসে ব্যবস্থা নেন। তাদের খবর দিয়ে স্থানীয়রা বাড়ির বাইরের সীমার মধ্য থেকে একজন সন্দেহভাজনকে ধরা দেয়। স্থানীয় পুলিশকে ফোন করলে পুলিশ এসে ওই অপহরণকারীর এক সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পায়ের মারাত্মক আঘাতপ্রাপ্ত আরিফকে স্থানীয় পুলিশ ও স্থানীয় প্রবাসী সমাজের তত্ত্বাবধানে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি স্থানীয় গণ্যমান্য প্রবাসী নাজমুল হোসাইনের ও অন্যান্যের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় প্রবাসী বাংলাদেশের নেতারা আপাতত গ্রেফতারকৃত ব্যক্তির মাধ্যমে অপহরণের পুরো চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!