AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিল নবজাতক কন্যা শিশু


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
১১:২৫ এএম, ১৯ অক্টোবর, ২০২৫

ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিল নবজাতক কন্যা শিশু

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিয়েছে নবজাতক কন্যা শিশু।ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, যা এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাকে প্রায়ই রাতে লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভবনে আশ্রয় নিতে দেখা যেত। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ স্কুল ভবন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে এলাকাবাসী ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, ওই নারীর কোলে সদ্যজাত একটি কন্যা শিশু।

স্থানীয়রা দ্রুত মা ও নবজাতককে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাবার ও প্রাথমিক সেবা প্রদান করেন। শিশুটি বর্তমানে সুস্থ থাকলেও মানসিক ভারসাম্যহীন মায়ের শারীরিক অবস্থা কিছুটা দুর্বল বলে জানা গেছে।

খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ননী বলেন, “বাচ্চা প্রসবের খবর পেয়ে আমরা সামাজিকভাবে শিশুটির আলাদা সেবার ব্যবস্থা করেছি। এমন মানবিক ঘটনায় আমরা সবাই গভীর মায়া অনুভব করছি। মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে, তবে দীর্ঘমেয়াদি সেবা ও নিরাপত্তার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!