AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
০৩:৫৯ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

মালদ্বীপে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় দেশটির রাজধানী মালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মালদ্বীপ বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ, হাইকমিশনারের পার্সোনাল অফিসার মো. হাবিবুর রহমান এবং মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

সভায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বিভিন্ন সমস্যা সমাধান এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেন, “মালদ্বীপে অবস্থানকালে সবাই যেন এখানকার আইন মেনে চলে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখে এবং ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করে।”

বিএনপি নেতারা প্রবাসীদের সেবায় হাইকমিশনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. হোসেন সুমন, মো. বাবুল হোসেন, মো. শাহ আলম, মো. আলতাব হোসেন, মো. এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রবিউল আলম এবং স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সদস্য সচিব নূরনবী মানিক প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!