কুয়েতে অবৈধ ভাবে বসবাস ও নানান অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে গত নয় মাসে গ্রেফতার ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে গ্রেফতার নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। চলতি বছর দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (৫ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা ব্যাণিজ্য, অবৈধ ব্যবসা ব্যাণিজ্য,ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে বাংলাদেশ,পাকিস্তান, ভারত, ফিলিপাইন, মিশরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন সে তথ্য বিস্তারিত ভাবে জানানো হয়নি।
জানা গেছে, ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে নারী এবং পুরুষ উভয়ই রয়েছে। তারা পুনরায় নতুন ভিসা নিয়েও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
এছাড়াও সূত্র আরো জানায়, নির্বাসন প্রক্রিয়ায় যদি কোনো বহিষ্কৃত ব্যক্তি বা তার স্পন্সর বিমান ভাড়ার ব্যবস্থা করতে ব্যর্থ হন, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিভিত্তিক ভ্রমণ সংস্থার মাধ্যমে টিকিটের খরচ বহন করে। পরবর্তীতে এই অর্থ স্পন্সরের বিরুদ্ধে আর্থিক দাবি হিসেবে নিবন্ধিত হয় এবং পরিশোধ না করা পর্যন্ত তাদের ভ্রমণ ও আর্থিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর এরকম অভিযানে অনেকটা আতংকে দিন কাটাতে হচ্ছে অবৈধ ভাবে বসবাসকারী অনেক প্রবাসীরা।
একুশে সংবাদ/এ.জে