দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক শিক্ষা পরিবারের আওতাধীন এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবিদা রহমান তাহিয়া ও দশম শ্রেণির ফারিয়া তবাচ্ছুম তৃষার প্রাণবন্ত সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আরাফাত জামিলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী মো. আখতারুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ সৈকত এবং পার্বতীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফয়জুর রহমান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ্যাফেক শিক্ষা পরিবারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল, সৃজনশীলতা ও দেশপ্রেমে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে অতিথি ও আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে