মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন দেশের ৬২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তিনজন বাংলাদেশি।
শনিবার রাতে শহরের দুটি পৃথক এলাকায় এ অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস।
তিনি জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে অভিযান শুরু হয়। সন্দেহভাজন দুটি রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে দেখা যায়, অনেকেই বৈধ অনুমতি ছাড়া সেখানে কাজ করছেন।
মোট ১৪৩ জনের পরিচয় যাচাইয়ের পর ৬২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে মিয়ানমারের ৩০ জন, ইন্দোনেশিয়ার ৫, বাংলাদেশের ৩, ভারতের ২, নেপালের ১, শ্রীলঙ্কার ১ এবং নারী সদস্য হিসেবে মিয়ানমারের ১৪, ইন্দোনেশিয়ার ৩, ভিয়েতনামের ২ ও মিয়ানমারের এক শিশু রয়েছে।
রুসদি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ, বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার অপব্যবহার করে কাজ করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দুটি রেস্টুরেন্টের স্থানীয় মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে মামলা করা হবে।
অভিযানটি পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট, যার সঙ্গে সহযোগিতা করে মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির টিম। আটক ব্যক্তিদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে পরবর্তী তদন্তের জন্য।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জনগণকে আহ্বান জানিয়েছেন, অবৈধ অভিবাসন, মানবপাচার ও চোরাচালান সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষকে জানিয়ে জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতি রক্ষায় সহযোগিতা করতে।
একুশে সংবাদ/এ.জে