AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের জন্য বড় সুবিধা


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১২:৪২ পিএম, ২ অক্টোবর, ২০২৫

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের জন্য বড় সুবিধা

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল-১ এ উন্নীত করা হয়েছে। এর ফলে এখন দেশটির ভিসা পাওয়া যাবে আগের তুলনায় দ্রুত, সহজ এবং কম খরচে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শিক্ষার গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় অস্ট্রেলিয়া। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ লেভেল-১ এ উন্নীত হলো, যেখানে ভারত ও চীন রয়ে গেছে লেভেল-২ এ।

এই নতুন সুবিধার কারণে শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর হবে। স্পন্সরশিপ সংক্রান্ত জটিলতা অনেকটাই হ্রাস পাবে, পাশাপাশি টিউশন ফি নিয়ন্ত্রণে থাকবে। উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তগুলোও তুলনামূলক নমনীয় হবে।

২০১৮ সাল থেকে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল-৩ এ থাকায় ভিসা প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো। এবার লেভেল-১ এ উন্নীত হওয়ায় শিক্ষার্থীরা অল্প ধাপে ও কম খরচে ভিসার আবেদন করতে পারবেন।

নতুন নিয়ম ৩০ সেপ্টেম্বর ২০২৫ বা তার পরের জমাকৃত ভিসা আবেদনগুলোর ক্ষেত্রে কার্যকর হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!