নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সাংবিধানিক বিধান ও প্রতীক বরাদ্দ সংক্রান্ত নিয়ম অনুযায়ী শাপলা প্রতীক কমিশনের তালিকায় না থাকায় এটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলোর তালিকা নির্ধারিত আছে, কমিশন সেখান থেকেই বরাদ্দ দিতে বাধ্য। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—তাই আমরা আইনের সীমার মধ্যেই কাজ করি, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সেই কারণেই শাপলা প্রতীক বরাদ্দ করা সম্ভব হচ্ছে না।”
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি বা প্রতিবন্ধকতা তৈরি হয়নি। গণমাধ্যমে যেসব আলোচনা এসেছে, তা নির্বাচনী প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না। আমরা আশা করছি, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীগুলো নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। “অতীতের মতো বিতর্কিত নির্বাচন এবার হবে না,” মন্তব্য করে তিনি বলেন, “যারা অতীতে বিতর্কের জন্ম দিয়েছেন, তারা এবার নির্বাচনী দায়িত্বে থাকবেন না।”
পিআর পদ্ধতি (অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা) নিয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার বলেন, “এটি একটি রাজনৈতিক বিষয়, তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা (পিপিএম-সেবা), সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, এবং সিটিএসবি (ডিসি) আফজল হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে