মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৮৯৮ অনিবন্ধিত বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গর প্রদেশের পুলাউ ইন্দাহ শিল্পাঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।
ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত অভিযানে শতাধিক দোকান ও বাণিজ্যিক ভবনে তল্লাশি চালানো হয়। দীর্ঘ চার মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান হয়।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি রয়েল পুলিশ, নৌবাহিনীর মেরিটাইম টিম, এয়ার অপারেশনস ফোর্স, ক্লাং সিটি কাউন্সিল ও জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ সদস্য অংশ নেয়।
তদন্তে ১ হাজার ১৩২ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ নথি না থাকায় ৮৯৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন—ইন্দোনেশিয়ার ৬৪৩ জন, বাংলাদেশের ১৫০ জন, পাকিস্তানের ৩৫ জন, মিয়ানমারের ৩৬ জন, নেপালের ২৪ জন, ভারতের ১০ জন।
অভিযানে ধরা পড়া বিদেশিদের মধ্যে ৬৭৯ জন পুরুষ এবং ১৯ জন নারী, যাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। তবে আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে নারী রয়েছেন কি না, তা স্পষ্ট করা হয়নি।
সবাইকে প্রাথমিকভাবে সেলাঙ্গর অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাগজপত্র যাচাইয়ের পর তাদের সেমেনিয়াহ অভিবাসন হেফাজতে পাঠানো হবে।
সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন বলেন, “আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালাব। কোনো অনিবন্ধিত শ্রমিক মালয়েশিয়ায় থাকতে পারবে না। একই সঙ্গে নিয়োগকর্তাদেরও সতর্ক থাকতে হবে। অবৈধ কর্মীদের আশ্রয় দেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অভিযানের সময় অনেক নিয়োগকর্তা তাদের কর্মীদের বৈধ নথি দেখিয়ে সহযোগিতা করেছেন। তবে সবাই যেন একইভাবে সচেতন থাকেন, সেই আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে